স্পোর্টস ডেস্ক

২৪ আগস্ট, ২০১৬ ১৬:৩৫

বাংলাদেশ সফরের জন্য কাউকে বাধ্য করা হবে না : ইসিবি

বাংলাদেশ সফরে সেপ্টেম্বরেই আসার কথা ইংল্যান্ডের। এ সফরে আসার ব্যাপারে ইংল্যান্ড ক্রিকেটারদের বাধ্য করা হবে না বলে জানিয়েছেন সীমিত ওভারের অধিনায়ক এয়োইন মরগান। কেউ চাইলেই এ সিরিজের স্কোয়াড থেকে নিজেদের সরিয়ে নিতে পারবেন।

আর এ বিষয়ে আগামী বৃহস্পতিবারই বিস্তারিত জানাবে ইসিবির তিন সদস্যের নিরাপত্তা প্রতিনিধি দল।

এর আগেও মরগান গুলশানের জঙ্গি হামলার পর নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন।

নিরাপত্তা প্রতিনিধিদের এই আলোচনায় থাকবেন টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক। প্রথম দিকে ওয়ানডে দলই আসবে। তারা ৩০ সেপ্টেম্বর ঢাকায় আসবে। সফরে তিনটি ওয়ানডে ‍ও দুটি টেস্ট খেলার কথা রয়েছে। 

এ প্রসঙ্গে মরগান বলেন, ‘নিরাপত্তা প্রতিনিধি দল বৃহস্পতিবারই সবকিছু জানাবে। অ্যালিস্টারসহ বাকিরাও সেখানে থাকবে। তারা ভারত ও বাংলাদেশ সফরের নিরাপত্তা নিয়ে সবকিছুই আলোচনা করবে।’

তিনি আরও বলেন, ‘এখানে প্রত্যেকের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকবে। আগেও অনেকে সফর মিস করেছে। তাই কাউকে সফরে পাঠাতে হলে নিরাপত্তার বিষয়টি তাকে অনুভব করাতে হবে। আর এটাও বুঝতে হবে প্রত্যেকের যে কোনও বিষয়ে অগ্রাধিকার থাকে।’

আপনার মন্তব্য

আলোচিত