স্পোর্টস রিপোর্ট

০৩ সেপ্টেম্বর, ২০১৬ ০১:১০

সুনামগঞ্জের হার, চ্যাম্পিয়ন নরসিংদী

সিলেট বিভাগীয় কমিশনার কাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নরসিংদী জেলা ফুটবল দল। শুিক্রবার সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সুনামগঞ্জ জেলা ফুটবল দলকে ৩-১ গোলে হারিয়েছে নরসিংদী জেলা ফুটবল দল।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য নিজেদের দখলে রেখে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে নরসিংদী জেলা দল। সুনামগঞ্জ জেলা ফুটবল দল বেশ কয়েকবার ম‌্যাচে ফেরার সুযোগ পেলেও তা পারেনি সুনামগঞ্জ।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় নরসিংদী জেলা ফুটবল দল। ম্যাচের ৫ মিনিটেই গোল দিয়ে এগিয়ে যায় নরসিংদী জেলা ফুটবল দল। দলের হয়ে গোলটি করেন ১২ নং জার্সিধারী খেলোয়াড়। (টুর্ণামেন্টের আয়োজকরা খেলোয়াড় তালিকা সরবরাহ না করায় খেলোয়াড়ের নাম দেয়া যায়নি)। ২৭ মিনিটে সুনামগঞ্জের ৮নং জার্সিধারী খেলোয়াড় সহজ গোল মিস করেন।

ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়ে আধিপত্য নিজেদের দখলে খেলতে থাকে নরসিংদী। সুযোগ পেয়ে ম্যাচের ৩৩ মিনিটে আবারো দলকে গোল উপহার দেন ১২ নং জার্সিধারী খেলোয়য়াড়।

এরপর বেশ কয়েকবার সুনামগঞ্জ জেলা ফুটবল দল গোল শোধের সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি। ২-০ গোলে নরসিংদী জেলা দল এগিয়ে থেকেই বিরতিতে যায়।

বিরতির পর সুনামগঞ্জ জেলা দল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তা পারেনি। ভাগ্যকে পাশে পায়নি দলটি। তাদের বেশ কয়েকটি সহজ গোল মিস হয়। গোলবারে লেগে ফেরত আসে বল।

দ্বিতীয়ার্ধের ১৬ মিনিটে সুনামগঞ্জের বিদেশী খেলোয়াড় ডুডু একেবারে গোলবারের সামনে ফাঁকা পোস্ট পেয়েও গোল দিতে পারেননি।

তবে দ্বিতীয়ার্ধের একে বারে শেষ দিকে একটি গোল পরিশোধ করে সুনামগঞ্জ জেলা ফুটবল দলে। সুনামগঞ্জের ১৬নং জার্সিধারী খেলোয়াড় দলের হয়ে একমাত্র গোলটি করেন।

একটি গোল হজম করেই নরসিংদীর দলীয় অধিনায়কের মেজাজ বিগড়ে যায়। প্রতিপক্ষ সুনামগঞ্জের এক খেলোয়াড়কে ইচ্ছাকৃত ভাবে আঘাত করে মাটিতে ফেলে দেন তিনি। পরক্ষনেই সুনামগঞ্জের খেলোয়াড়রা তার প্রতিবাদ করেন।

রেফারী নরসিংদীর অধিনায়ককে লাল কার্ড দেখালে শেষ মুহুর্তে ১০ জনের গোলে পরিণত হয় নরিসংদী জেলা দল।

আপনার মন্তব্য

আলোচিত