স্পোর্টস ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৩১

সিলেটে হকি খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কর্মসূচী সম্পন্ন

বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে 'মাসব্যাপী তৃণমূল পর্যায়ে প্রতিভাবান হকি খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কর্মসূচী-২০১৬' এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা হকি কমিটির সভাপতি জিয়াউল গণি আরেফীন জিল্লুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস.এম. ফেরদৌস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য বিজিত চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, জেলা হকি কমিটির সম্পাদক মো. সুনু মিয়া, জাতীয় হকি প্রশিক্ষক মো. সানী, জেলা হকি কমিটির যুগ্ম সম্পাদক ও কর্মসূচীর প্রশিক্ষক মোছাব্বির আলী হিমেল, ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সহকারী সম্পাদক এহিয়া আহমদ সুমন।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার। উক্ত প্রশিক্ষণ কর্মসূচীতে প্রাথমিক বাছাই শেষে চূড়ান্তভাবে ৩০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত