স্পোর্টস ডেস্ক

২৬ নভেম্বর, ২০১৬ ২১:৫৪

বালাগঞ্জে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নুনু একাডেমি তাজপুর

বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত প্রথম বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে টাইব্রেকারে নুনু একাডেমী তাজপুর ৪-২ গোলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

শনিবার (২৬ নভেম্বর) বিকাল ৩ টায় বালাগঞ্জ ডি এন মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হওয়া খেলায় নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে পারেনি।

ব্যাপক সংখ্যক দর্শকের উৎসাহ উদ্দীপনায় ম্যাচটি প্রানবন্তকর ছিল। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদাল মিয়া, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।

বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ভারপ্রাপ্ত ইউএনও সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে ও জুয়েল আহমদ নুরের পরিচালনায় বক্তব্য রাখেন ওসমানীনগরের ইউএনও মোহাম্মদ শওকত আহমদ, বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মো. আনহার মিয়া, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম তালুকদার, তাজপুর ইউপি চেয়ারম্যান এমরান রব্বানী, ওসমানীনগর ক্রীড়া সংস্থার সামছুল আলম মিলন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের যুগ্মসাধারন সম্পাদক অরুনোদয় পাল ঝলক, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মো. জুনেদ মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন পূর্বগৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জুয়েল আহমদ, সিলেট বালাগঞ্জ থানার ওসি তদন্ত মো. জালাল উদ্দিন আহমদ, এসআই মুখলেছুর রহমান, বালাগঞ্জ ডিএন মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল হাফিজ রেনু, সমাজসেবী কলমন্দর আলী, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত দাস ভুলন, বাংলাটিভির আলমগীর মিয়া, বালাগঞ্জ ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক চঞ্চল পাল, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আইনুর আহমদ রুমন, প্রদীপ দাস, দুলু মিয়া, লয়লুছ মিয়া, ইমরানুর রহমান ইমরান, মআ মুহিত, কুশিয়ারা কুলের প্রকাশক হুসাইন আহমদ, সাবেক ফুটবলার মিন্টু দেবনাথ, হিন্দু বিবাহ নিবন্ধক নয়ন তালুকদার, ছাত্রনেতা জামিল আহমদ, মিয়াদ আহমদ প্রমুখ।

প্রথম পুরস্কার নগদ পঞ্চাশ হাজার টাকা দাতা অরনোদয় পাল ঝলক আর রানার্স-আপ নগদ ত্রিশ হাজার টাকার দাতা ফরিদ আহমদ খছরু। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় আব্দুল মতিন। এছাড়া প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ ও রেফারীসহ অন্যান্যদের ক্রেস্ট প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত