স্পোর্টস ডেস্ক

২৭ নভেম্বর, ২০১৬ ১৪:৪৬

অস্ট্রেলিয়ার স্বস্তির জয়, সিরিজ দক্ষিণ আফ্রিকার

একের পর এক পরাজয়ে সমালোচনায় বিদ্ধ হতে থাকা অস্ট্রেলিয়া অবশেষে স্বস্তির জয় পেলো। দিবা-রাত্রির অ্যাডিলেড টেস্টে তারা দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে সাত উইকেটে। এ জয়ের ফলে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে হেরে শেষ করলো অজিরা।

জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্যমাত্রা ছিলো মাত্র ১২৭ রান। আর তিন উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় অজিরা। দলকে জয় এনে দিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ওপেনার ম্যাট রেনশ (৩৪) ও পিটার হ্যান্ডসকম্ব (১)। সর্বোচ্চ ৪৭ রান করেন আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার। অধিনায়ক স্মিথ করেন ৪০ রান।

এর আগে টেস্টের চতুর্থ দিনে স্টিফেন কুকের ব্যাটে ভর করে স্কোরবোর্ডে ২৫০ রান তুলতে সক্ষম হয়। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়ে ১০৪ রান করে আউট হন কুক।

অজি বোলারদের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট পান মিচেল স্টার্ক। তিনটি উইকেট লাভ করেন নাথান লিওন।

আগের সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে টানা পাঁচ টেস্ট হেরে হোয়াইটওয়াশ হয়েছিলো অস্ট্রেলিয়া। এরপর চলমান ৩ টেস্ট সিরিজের প্রথম দুটিতে হেরে যায় দক্ষিণ আফ্রিকার কাছে। টালমাটাল অবস্থায় থাকা অজিদের জন্য তাই এই জয় বড় এক স্বস্তি।

সংক্ষিপ্ত স্কোর:
দ.আফ্রিকা-২৫৯/৯ ডিক্লে. ও ২৫০
অস্ট্রেলিয়া-৩৮৩ ও ১২৭/৩ (৪০.৫ ওভার)

আপনার মন্তব্য

আলোচিত