স্পোর্টস ডেস্ক

২৭ নভেম্বর, ২০১৬ ১৫:৫০

হ্যাটট্রিক শিরোপার সামনে বাংলাদেশ

এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে এর আগে দুবার শিরোপা জিতেছিল বাংলাদেশ। জিমি-চয়নদের সামনে তাই এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। ফাইনালে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই তৃতীয়বারের মতো এই প্রতিযগিতার শিরোপা উঠবে বাংলাদেশের হাতে।

হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে রোববার (২৭ নভেম্বর) বিকেল ৫টায় শুরু হবে ফাইনাল ম্যাচ।

এর আগে ২০০৮ ও ২০১২ সালে এএইচএফ কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। আজ টুর্নামেন্টের শিরোপা জিতলে আগামী বছরের এশিয়া কাপ হকিতে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ।

গতকাল শনিবার সেমিফাইনালে সিঙ্গাপুরকে ০-৮ গোলে বিধ্বস্ত করে ফাইনাল ওঠে বাংলাদেশ। এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক হংকংকে ৪-২ গোলে, দ্বিতীয় ম্যাচে চায়নিজ তাইপেকে একই ব্যবধানে এবং গ্রুপের শেষ ম্যাচে ম্যাকাওকে ১৩-০ উড়িয়ে দিয়ে সেমিফাইনালে উঠেছিল লাল-সবুজের দল।

আপনার মন্তব্য

আলোচিত