ক্রীড়া প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০১৭ ১৪:৩৫

অলক কাপালির দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রান পাহাড়ে সিলেট

প্রথম শ্রেণীর ক্রিকেটে তৃতীয় ডাবল সেঞ্চুরির দেখা পেলেন সিলেট বিভাগের অধিনায়ক অলক কাপালি। তার হার না মানা ২০০ রানের ম্যারাথন ইনিংস ও প্রথম দিন পাওয়া ইমতিয়াজ তান্নার সেঞ্চুরির উপর ভর করে চট্টগ্রামের বিপক্ষে ৭ উইকেটে ৫৫৫ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছে সিলেট।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লীগের দ্বিতীয় স্তরের ম্যাচে টস জেতা সিলেটকে প্রথম দিনেই ভালো শুরু এনে দিয়েছিলেন রাজিন ও অলক।

প্রথম দিনে অর্ধশতক হাঁকিয়ে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শুরু করা অলক নিজের ইনিংসকে টেনে নিয়েছেন ডাবল সেঞ্চুরি পর্যন্ত। চা-বিরতির আগে শেষ ওভার। অলক কাপালী তখন অপরাজিত ১৮৬ রানে। সেই ওভারে দুই ছক্কায় ১৪ রান নিয়ে তুলে নেন ডাবল সেঞ্চুরি। ১৯তম শতককে দ্বিশতকে পরিণত করার দিনে ৮ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন অলক। অলকের সাথে  আগের দিনের অপরাজিত আরেক ব্যাটসম্যান জাকের আলি অনিক আউট হবার আগে করেন ৭৮  রান। এছাড়া শাহানুর রহমানের ব্যাট থেকে আসে ৪৫ রানের ইনিংস।

সিলেটের বিপুল সংগ্রহের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করছে স্বাগতিক চট্টগ্রাম।

আপনার মন্তব্য

আলোচিত