স্পোর্টস ডেস্ক

১৩ জানুয়ারি, ২০১৭ ১৯:২৮

আত্মবিশ্বাসী, তবে সতর্ক বাংলাদেশ অধিনায়ক

নিউ জিল্যান্ডের মাটিতে প্রতিপক্ষ যেখানে নাকানিচুবানি খায় সেখানে উলটো প্রতিপক্ষকে চাপে রেখেছে বাংলাদেশ দল। ওয়েলিংটনের মতো একটা ভেন্যুতে ৩৫৯ রানের রেকর্ড জুটি, এবং দ্বিতীয় দিন শেষে স্কোরকার্ডে ৫৪২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করানোর পরেও সংবাদ সম্মেলনে সতর্ক প্রতিক্রিয়া জানালেন বাংলাদেশ অধিনায়ক।

মুশফিকের মতে ম্যাচের মাত্র দুই দিন গেছে, এখনও বাকি আছে আরও তিন দিন। টেস্ট ক্রিকেটে যেকোনো সময়ে যেকোনো কিছু হতে পারে।

মুশফিক বলেন, ‘আজকের ইনিংসের একটি ভালো দিক অবশ্যই  আছে। কিন্তু এরপরও ভুললে চলবে না টেস্টের বাকি আছে আরও তিনদিন। কারণ রেজাল্ট অনেক কিছু হতে পারে। তবে প্রথম দু’দিনের খেলার পর  অবশ্যই ভালো লাগছে। বিদেশের মাটিতে এই নিউ জিল্যান্ডে এই মাঠে এটি অবশ্যই একটি রেকর্ড। এই রেজাল্টটা যদি আমাদের পক্ষে নিয়ে আসতে পারি তখন নিশ্চয়ই আরও ভালো লাগবে। এটার জন্যে আমরা আপ্রাণ চেষ্টা করবো। এখন পর্যন্ত শুধু মনে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের জন্যে এটি একটি সেরা জুটি।’

দেশের বাইরে ভালো খেলা প্রসঙ্গে মুশফিক বলেন, আমাদের একটা চ্যালেঞ্জ ছিল। কারণ গত এক দেড় বছর আমাদের ঘরের কন্ডিশনে ধারাবাহিকভাবে অনেক ভালো খেলছিলাম। দুই আড়াই বছর পর বাইরে টেস্ট সিরিজ খেলছি। তাই এটা আমাদের জন্যে বেশ চ্যালেঞ্জিং ছিল। আবার শুধু আজকের খেলা নিয়ে বলবোনা যে আমরা অনেক ভালো টেস্ট টিম হয়ে গেছি। তবে এটা বলবো যে এটা আমাদের একটা শুরু এবং এই চ্যালেঞ্জটা যে কাউকে নিতে হতো।

মুশফিক বলেন, ‘তামিম-মমিনুল আমাদের যে ভিত্তিটা করে দিয়ে গেছে। তাদের সে ভূমিকা আমাদের ব্যাটিং গ্রুপকে অনেক অনুপ্রেরণা দিয়েছে।  অনেক সাহসী করে তুলেছে। তাদের ভিত্তি থেকে শিখে আত্মবিশ্বাস নিয়ে আমরা আজ তা প্রয়োগ করেছি। এটা আমাদের নতুন একটা শুরু। বিদেশের মাটিতে যদি আমরা এভাবে ধারাবাহিকভাবে খেলতে থাকি তাহলে আগামী দুই বছরে আমাদের বিদেশের রেকর্ডগুলো অনেক ভালো হবে।’

তৃতীয় দিন সকালেই কি ইনিংস ঘোষণা করবেন এমন এক প্রশ্নের জবাবে বাংলাদেশের অধিনায়ক বললেন, ‘আমাদের স্কোরবোর্ডে আরও চাই ৫০ রান। ক্রিজে আমাদের একজন ব্যাটসম্যান (সাব্বির) আছে, টেল এন্ডাররাও আছে। আমরা যদি আরও পঞ্চাশটার মতো রান পাই এবং শুরুতেই নিউ জিল্যান্ডের কয়েকটি উইকেট ফেলে দিতে পারি তাহলে বেশ চাপে ফলতে পারব।’

বাংলাদেশের রেকর্ড ইনিংস নিয়েও প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুশফিক বললেন, ‘বিদেশের মাটিতে আমাদের দক্ষতা দেখাতে এর প্রয়োজন ছিল। এর আগে আমরা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হেরে প্রচণ্ড চাপে পড়েছি। তাই আমাদের জাতির জন্যে এমন কিছু করা দরকার ছিল।’

মুশফিকের মতে টেস্টের তৃতীয়-চতুর্থ দিন উইকেটের অবস্থা আরও পাল্টাতে পারে। সেক্ষেত্রে বোলাররা সুবিধা পাবে মনে করছেন তিনি।

‘‘সাকিব আমাদের অভিজ্ঞ একজন বোলার। কোন পরিবেশ-পরিস্থিতিতে কী করে বল করতে হয় জানে সে। আমরা শুরুতে তাদের কিছু উইকেট নিয়ে চাপে ফেলার চেষ্টা করব। এরপর চেষ্টা করব ভালো খেলার।’’

আপনার মন্তব্য

আলোচিত