স্পোর্টস ডেস্ক

১৩ জানুয়ারি, ২০১৭ ২৩:১৫

সাউদিকে ক্ষমা করে দিয়েছেন সাকিব

শুক্রবার (১৩ জানুয়ারি) ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারেই স্টাম্প লক্ষ্য করে বুনো এক থ্রো করে বসেন কিউই পেসার টিম সাউদি। বল এসে লাগে সাকিবের গোড়ালিতে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান সাকিব।

টিভি ধারাভাষ্যকাররা সাউদির এমন আচরণ মেনে নিতে পারেননি। স্কাই টিভির ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার ইয়ান স্মিথ বলেন, "এটা মেনে নেওয়ার মতো নয়। আমি বলব, এটা ক্রিকেট নয়। সে (সাকিব) এতে ব্যথা পেয়েছে।"

অবশ্য ম্যাচ শেষে সাউদিকে ক্ষমা করে দিয়েছেন সাকিব। ডাবল সেঞ্চুরি করার পর সংবাদ সম্মেলনে আসেন সাকিব। সেখানে বলেন, "ক্রিকেটে এমনটা হয়ে থাকে। কেউই ইচ্ছে করে গায়ে থ্রো করেন না। এটা নিয়ে বলার কিছু নেই।" তবে সাকিব জানান, তাঁর পায়ে এখনো ব্যথাটা আছে।

টিম সাউদিও বলেছেন, তিনি ইচ্ছে করে সাকিবকে আঘাত করেননি। সাউদি বলেন, "আসলে এটা ইচ্ছাকৃত ছিল না। এটা সত্যিই দুঃখজনক। এর জন্য তার কাছে ক্ষমাও চেয়েছি আমি। আমার বিশ্বাস সে ক্ষমা করেছে আমাকে।"

সাকিবও ক্ষমা করে দিয়েছেন সাউদিকে। সাকিব-সাউদি দু'জনেই যে জানেন, ক্রিকেট ভদ্রলোকের খেলা।

আপনার মন্তব্য

আলোচিত