স্পোর্টস ডেস্ক

২২ এপ্রিল, ২০১৭ ১৩:২৯

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় নেইমার

বয়স তার মাত্র ২৫, কিন্তু এরই মধ্যে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ের তালিকায় নিজের নাম লিখিয়েছেন। কেবল ক্লাব ফুটবলেই নয়, জাতীয় দলের জার্সি গায়ে পরে নিলে হয়ে ওঠেন অদম্য। তিনি নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টার, একই সঙ্গে ক্লাব ফুটবলে বার্সেলোনার অন্যতম ভরসা আর নির্ভরতার প্রতীক।

এই সময়েও বর্তমান ফুটবলের সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার পেছনে পড়ে যাবেন বলে মনে করছেন কেউ কেউ।

ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে বেশ ভালোভাবে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জনপ্রিয় ম্যাগাজিন টাইমের নির্বাচিত সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের তালিকায় আছে নেইমারের নাম।

একমাত্র ফুটবলার হিসেবে সাময়িকীর প্রভাবশালীদের কাতারে জায়গা করে নিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

বার্ষিক এ তালিকায় অন্য ক্রীড়াবিদরা হলেন- কনর ম্যাকগ্রেগর, টম ব্রাডি, লেবরন জেমস ও সিমন বিলস। বার্সেলোনার তারকা নেইমার তালিকার ‘আইকন’ বিভাগে নাম লিখিয়েছেন।

২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেন নেইমার। পাঁচবারের বর্ষসেরা লিওনেল মেসির পাশাপাশি নাম কুড়িয়েছেন তিনি। চার বছর পার হতেই এবার ক্লাব সতীর্থ ও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের রোনাল্ডোর সঙ্গে ‘নীরব’ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তার।

টাইম ম্যাগাজিনে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম লিখেছেন নেইমারকে নিয়ে, ‘সে তরুণ। বয়স ২৫। বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার পথে ভালোভাবে এগিয়ে যাচ্ছে সে। এক প্রজন্মে এমন ফুটবলার একবারই আসে, যে বল পায়ে নিয়ে ভক্তদের বুঁদ করে রাখে।’

নেইমারের প্রশংসা করে টাইমে বেকহ্যাম ব্রাজিলিয়ান তারকার সেরা মুহূর্ত উল্লেখ করলেন। তার মতে, পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগের দ্বিতীয় লেগে ৬-১ গোলে ঘুরে দাঁড়ানো জয়ে দুই গোল ও একটি অ্যাসিস্ট নেইমারের ক্যারিয়ারকে সংজ্ঞায়িত করবে। ওয়েবসাইট।

আপনার মন্তব্য

আলোচিত