স্পোর্টস ডেস্ক

১৬ মে, ২০১৭ ২৩:৩৬

‘সহজ’ প্রতিপক্ষকে সহজভাবে নিচ্ছেন না মাশরাফি

ফাইল ছবি

নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন নেই। নেই ওপেনার মার্টিন গাপটিলও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যস্ত থাকায় দলে নেই ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, লোকি ফার্গুসন, মিচেল ম্যাকক্লেনাঘান, অ্যাডাম মিলনে ও কোরি অ্যান্ডারসনও। তবু নিউ জিল্যান্ডকে সহজ প্রতিপক্ষ হিসাবে নিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বুধবার (১৭ মে) ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় শুরু হবে ম্যাচটি।

মঙ্গলবার ক্লোনটার্ফ ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন করেছে বাংলাদেশ। অনুশীলন টাইগার অধিনায়ক বলেছেন, "নিউ জিল্যান্ড পেশাদার একটি দল। বিশ্ব র‍্যাংকিংয়েও ওরা ভালো অবস্থানে আছে। হয়তো প্রথম সারির কয়েকজন খেলোয়াড় নেই, তারপরও যদি দেখেন, শেষ যে সিরিজ খেলেছি তাদের প্রায় সবাই আছে। রস টেইলর ফিরেছে। অবশ্যই ম্যাচটি কঠিন হবে।"

প্রতিপক্ষকে সমীহ করলেও জয়ের ব্যপারে আশাবাদী মাশরাফি। বলেছেন, "অবশ্যই আমরা আত্মবিশ্বাসী। আমি এবং আমার দল বিশ্বাস করে, যারা ভালো তারা সব জায়াগাই ভালো করার সামর্থ্য রাখে। তারপরও কন্ডিশন কিছুটা প্রভাব ফেলে। আমাদের সামর্থ্য অনুযায়ী এবং আমাদের খেলোয়াড়দের স্কিল অনুযায়ী খেলতে পারলে আশা করি ভালো কিছু হবে।"

জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মাশরাফি বলেছেন, "অবশ্যই ম্যাচটা জিততে চাই। যদিও সুযোগ সুবিধা, কন্ডিশন আমাদের মত ছিলো না। তবে এর মধ্যে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি।"

আপনার মন্তব্য

আলোচিত