স্পোর্টস ডেস্ক

৩০ মে, ২০১৭ ১৩:৫৫

বাংলাদেশ-ভারত ওয়ানডে দেখা যাবে যেসব চ্যানেলে

আগামী ১ জুন ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। মূল লড়াইয়ের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মাশরাফি-তামিম-মুশফিক-সাকিবরা মুখোমুখি হবেন কোহলি-রোহিত-ধোনিদের।

বাংলাদেশ-ভারতের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশি চ্যানেল গাজী টিভি ও বিটিভি, ভারতের টিভি চ্যানেল স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার এইচডি ওয়ান, স্টার স্পোর্টস এইচডি-১, ২ ও ৩। এছাড়া অনলাইনে হটস্টারেও ম্যাচটি দেখা যাবে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। দু'দলই জানিয়েছে, এ ম্যাচ থেকে প্রস্তুতির শেষ রসদ সংগ্রহই তাদের প্রধান লক্ষ্য।

এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে এজবাস্টনে পাকিস্তানের বিপক্ষে ৩৪১ রান করেও ২ উইকেটে হার মানে বাংলাদেশ। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে ৪৫ রানে হারিয়েছে বিরাট কোহলির দল।

আপনার মন্তব্য

আলোচিত