স্পোর্টস ডেস্ক

১৬ জুন, ২০১৭ ১৬:২০

পাতানো ম্যাচে ফাইনালে পাকিস্তান: আমির সোহেল

র‍্যাংকিংয়ের অস্টম দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাওয়া পাকিস্তান ফাইনালে উঠে গেছে। পাকিস্তানের এফাইনালে উঠার পেছনে ম্যাচ পাতানো একটা কারণ হিসেবে দেখছেন পাকিস্তানের সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান ও ধারাভাষ্যকার আমির সোহেল।

আমির সোহেলের মতে, এ ফলাফলে গৌরবের কিছু নেই, বাইরের কেউ সরফরাজদের জিতিয়ে দিচ্ছে বলে দাবি তার।

পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে আমির সোহেল বলেন, ‘সরফরাজকে কারও বলা উচিত, তোমরা মহৎ কিছু করেছ ভেব না। বাইরের কেউ তোমাদের এ জয় পাইয়ে দিয়েছে। সরফরাজের এত খুশি হওয়ার কারণ নেই। আমরা সবাই জানি, পর্দার আড়ালে কী হয়! কে আসলে তাদের এ ম্যাচ জিতিয়েছে, সেটা বিস্তারিত বলতে চাই না। যদি কেউ জিজ্ঞেসও করে বলব সমর্থকদের দোয়ায় আর আল্লাহর ইচ্ছায় ম্যাচগুলো জিতেছে। যারা কারসাজি করছে, তাদের নাম নেব না। মাঠের খেলায় না, বাইরের হস্তক্ষেপে এখানে এসেছ। ছেলেদের এখন মাথা ঠিক রাখা উচিত!’

পাকিস্তান ফাইনালে উঠে গেছে বলেই কি এমন অভিযোগ তার- এপ্রশ্নে আমির সোহেল বলেন, সেমিফাইনালের আগেই অভিযোগ করেছিলেন কিন্তু কেউ গুরুত্ব দেয়নি।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গেছে পাকিস্তান। র‍্যাংকিংয়ে অস্টম অবস্থানে থাকা দলটি সর্বশেষ দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গেছে। ফাইনালে উঠতে শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকাকে গ্রুপ পর্বে এবং সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে চমকে দেয় পাকিস্তান।

আপনার মন্তব্য

আলোচিত