স্পোর্টস ডেস্ক

১৪ অক্টোবর, ২০১৭ ০৪:৩৩

প্রোজেরিয়া আক্রান্ত আনার সঙ্গে নেইমার

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার দুরারোগ্য রোগে ভোগা এক শিশুর সঙ্গে দেখা করেছেন। শিশুটির বায়না ছিল প্রিয় তারকার সঙ্গে দেখা করার। নেইমার সে ইচ্ছাপূরণ করলেন।

আনা ক্লারা নামে এই শিশুটি বিরল হাচিনসন-গিলফোর্ড প্রোজেরিয়া সিনড্রোম রোগে ভুগছে। এটা এমন এক রোগ, যেখানে শৈশবেই বুড়িয়ে যায় ছোট শিশুরা। মাথার চুল পড়ে যায়, চামড়া কুচকে বা ঢিলে হয়ে যায়, কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায়। হাত-পা পরিণত বয়সের মানুষের মতো হয়ে যায়। ধীরে ধীরে শিশুটি মৃত্যুর কোলে ঢোলে পড়ে।

বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামে নেইমারের ব্রাজিল। ম্যাচ শেষে পিএসজি সুপারস্টার নেইমার আনার সঙ্গে দেখা করেন।

নেইমার আনা ক্লারার প্রিয় ফুটবলার। অনেকটা হুট করেই পিএসজি তারকার সঙ্গে দেখা করার জিদ ধরে বসে আনা। বিষয়টি সামাজিক মাধ্যমে বেশ আলোচিত হলে নেইমারের নজরে আসলে তিনি ডেকে পাঠান তার খুদে ভক্তকে।

চিলির বিপক্ষে ম্যাচের পর আনা ক্লারার সঙ্গে অনেকক্ষণ কথা বলেন নেইমার। আনাকে জড়িয়ে ধরেন বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার। নেইমার আনাকে একটি জার্সিও উপহার দেন।

আপনার মন্তব্য

আলোচিত