ক্রীড়া প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০১৭ ১০:২৫

আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা মাশরাফির, ইনজুরিতে মোস্তাফিজ

দুই টেস্টে নাস্তানাবুদ ও একমাত্র প্রস্তুতির ওয়ানডে ম্যাচের ফল যাই হোক না কেন ওয়ানডে সিরিজের আগে অধিনায়ক মাশরাফি জানালেন তার দল প্রথম থেকেই আক্রমনাত্মক ক্রিকেট খেলবে, একই সঙ্গে তারুণ্যের ওপর তার ভরসা রাখার কথা জানালেন অধিনায়ক।

এদিকে, বাংলাদেশ দলের জন্যে আছে এক দুঃসংবাদ। ইনজুরিতে পড়েছেন মোস্তাফিজুর রহমান, ফলে প্রথম ওয়ানডেতে দলের বাইরে থাকতে হচ্ছে তাকে। শনিবার অনুশীলনের সময় চোট পান বাংলাদেশ দলের বাঁহাতি পেসার মোস্তাফিজ। তবে দলের জন্য সুসংবাদ হচ্ছে পেশির ইনজুরি কাটিয়ে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল।
 
দলের প্রধান নির্বাচক ও ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু জানান, ওভালে অনুশীলনের সময় ফুটবল খেলে মাশরাফি বাহিনী। সেসময় অ্যাংকেল মচকে যায় মোস্তাফিজের। তাই প্রথম ওয়ানডেতে থেকে ছিটকে পড়েছেন তিনি। আজ তার পায়ের অবস্থা দেখে বোঝা যাবে পরের ম্যাচগুলোতে তিনি খেলতে পারবেন কিনা।   

রোববারের ম্যাচ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘আমি তরুণদের ওপর চাপ দিতে চাই না। অনেক নেতিবাচক কথা হবে, সেটাই স্বাভাবিক। একজন খেলোয়াড় হিসেবে সব মেনে নিয়েই এগোতে হবে। ভালো-খারাপ দুই ধরনের সময়ই যাবে। তরুণদের এটা শেখা খুবই গুরুত্বপূর্ণ।’

মাশরাফি বলেন, ‘তারা দু-তিন বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। দেশের বাইরে কোনো কিছুই আমাদের নিয়ন্ত্রণে থাকবে না। অবশ্যই চাই মানসিকভাবে তরুণরা শক্ত হোক।’

এদিকে সব ভুলে ওয়ানডে সিরিজে ভালো করার করার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। কিম্বার্লির মাঠে ২০০২ সালে খেলা একমাত্র ওয়ানডেতে ১৫১ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। অবশ্য দুই বছর আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ।

দুই দলের মোট লড়াইয়ে বেশ পিছিয়ে টাইগাররা। এ পর্যন্ত ১৭ বারের লড়াইয়ে তাদের জয় মাত্র তিনটিতে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার জয় ১৪ ম্যাচে।

বাংলাদেশ স্কোয়াড :
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, মেহদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোস্তাফিজুর রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন, সাব্বির রহমান, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তামিম ইকবাল, তাসকিন আহমেদ।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড :
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, ফারহান বেহার্দিয়েন, কুইনটন ডি কক (উইকেটরক্ষক), এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ইমরান তাহির, ডেভিড মিলার, ওয়েইন পারনেল, ডেন পিটারসন, আনডিলে ফেলুকুয়ায়ো, ডুয়াইন প্রেটোরিয়াস, কাগিসো রাবাদা।

আপনার মন্তব্য

আলোচিত