স্পোর্টস ডেস্ক

২০ ডিসেম্বর, ২০১৭ ১৩:১৬

নতুন সূচিতে ম্যাচ বেড়েছে টাইগারদের

কিছুদিন আগে আগামী ২০১৯ সাল থেকে পরবর্তী চার বছরের জন্য নতুন প্রস্তাবিত এফটিপি সূচি ঘোষণা করেছিল আইসিসি। এবার প্রস্তাবিত সেই সূচিতে কিছু পরিবর্তন এনে ফের তা প্রকাশ করেছে আইসিসি। আর পরিবর্তিত সেই সূচিতে দু'টি টি-টোয়েন্টি ম্যাচ বেড়েছে বাংলাদেশের।

ছয় দিন আগে প্রকাশিত সূচিতে ৩৫টি টেস্ট, ৪৫টি ওয়ানডে ও ৪২টি টি-টোয়েন্টি পেয়েছিল বাংলাদেশ। পরিবর্তিত সূচিতে টাইগারদের টেস্ট ও ওয়ানডের সংখ্যা অপরিবর্তিতই থাকছে। তবে টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা বেড়ে হয়েছে ৪৪টি।

ম্যাচ সংখ্যা বেড়েছে পাকিস্তানেরও। আগের সূচিতে কম ম্যাচ পাওয়ায় বেশ ক্ষুব্ধ হয়েছিলো পিসিবি। পরিবর্তিত সূচিতে পাকিস্তানের ম্যাচ সংখ্যা বাড়ছে অনেক। আগের প্রকাশিত সূচিতে সব ফরম্যাট মিলে যেখানে ১০৪টি ম্যাচ পেয়েছিল পাকিস্তান, নতুন সূচিতে যেখানে সব মিলিয়ে ম্যাচ পাচ্ছে তারা ১২১টি।

আগামী ফেব্রুয়ারিতে আইসিসির প্রধান নির্বাহীদের সভায় অনুমোদনের জন্য পাঠানো হবে এই সূচি। আর সেখানে অনুমোদন পেলে জুনে চূড়ান্ত অনুমোদনের জন্য তা পাঠানো হবে আইসিসির বোর্ড সভায়।

আপনার মন্তব্য

আলোচিত