ক্রীড়া প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০১৮ ১৪:০১

মমিনুলের সেঞ্চুরি

চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন মমিনুল হক।

টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন তামিম ইকবাল আর ইমরুল কায়েস। তামিমের আউটের পর ব্যাট করতে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছেন মমিনুল।

মাত্র ৯৬ বলে সেঞ্চুরি হাঁকান মমিনুল। মমিনুলের এই ইনিংসে ছিল ১৩টি চারের মার।

এটা বাংলাদেশি যেকোনো ব্যাটসম্যানের দ্বিতীয় দ্রুতগতির শতরান। এর আগে লর্ডসে তামিম ৯৪ বলে সেঞ্চুরি করেছিলেন।

তামিম করেছেন ৫২ রান; ইমরুল করেন ৪০ রান।

চা-বিরতির সময়ে বাংলাদেশের স্কোর পৌঁছায় ২৫০/২; মমিনুল ১০৭ ও মুশফিকুর রহিম ৪৭ রানে ব্যাট করছেন।

প্রথম সেশনে বাংলাদেশ করে ১২০ রান, দ্বিতীয় সেশনে করে ১৩০ রান। প্রথম সেশনে দুই উইকেটের পতন হয়েছিল।

এটা মমিনুলের পঞ্চম টেস্ট সেঞ্চুরি। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে এ নিয়ে তার পঞ্চাশ ছোঁয়া চারটি ইনিংসই গেল তিন অঙ্কে।

মমিনুল তাঁর প্রথম পঞ্চাশ সাজান ৫৯ বলে। দ্বিতীয় পঞ্চাশ হয়ে শতক হাঁকাতে গিয়ে বল খেলেন আরও মাত্র ৩৭ বল। তাঁর শেষ ৭৫ রান আসে মাত্র ৫৭ বলে।

আপনার মন্তব্য

আলোচিত