সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

১৪ ফেব্রুয়ারি , ২০১৮ ১২:৫১

টেস্টের পর একদিনের ক্রিকেটেও শীর্ষস্থান ভারতের

টেস্টে শীর্ষস্থান আগে থেকেই ধরে রেখেছিল ভারত। এবার দক্ষিণ আফ্রিকাকে টপকে একদিনের ক্রিকেটেও শীর্ষস্থানে উঠে এল বিরাট কোহলির দল। এককথায় বলা যায় সময় এখন ভারতের। এদিকে একদিনের ক্রিকেটের মতো টেস্টেও দু’নম্বর স্থানে রয়েছে প্রোটিয়ারা।

মঙ্গলবার রাতে পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকাকে ৭৩ রানে হারিয়ে ৬ ম্যাচের একদিনের সিরিজে ৪–১ এগিয়ে ভারত। সেঞ্চুরিয়ানে শেষ ম্যাচে হারলেও শীর্ষেই থাকবে ভারত। সিরিজ শুরুর আগে একদিনের ক্রিকেটে র‌্যাঙ্কিংয়ে ১১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ছিল ভারত। ১২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল দক্ষিণ আফ্রিকা।

পোর্ট এলিজাবেথে জয়ের পর ১২২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল ভারত। ১১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে চলে গেছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার ভারত জিতলে পয়েন্ট বেড়ে হবে ১২৩। দক্ষিণ আফ্রিকার পয়েন্ট কমে হবে ১১৭। আর সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকা জিতলে? ভারতের পয়েন্ট দাঁড়াবে ১২১। দক্ষিণ আফ্রিকার পয়েন্ট হবে ১১৯। এই নিয়ে পাঁচবার একদিনের ক্রিকেটে শীর্ষস্থান দখল করল ভারত। শেষবার শীর্ষস্থান দখল করেছিল ২০১৭’র অক্টোবরে।

এদিকে ৯০ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে আছে বাংলাদেশ। ৯৬ পয়েন্ট নিয়ে ছয়ে পাকিস্তান। আর ৮৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশের নিচে শ্রীলঙ্কা।

আপনার মন্তব্য

আলোচিত