ক্রীড়া প্রতিবেদক

২৩ মার্চ, ২০১৮ ১৪:০৪

আজ রাতে মাঠে নামছে আর্জেন্টিনা, ব্রাজিল

ইতালির বিপক্ষে শুক্রবার এক প্রীতি ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। মস্কোতে পৃথক আরেক ম্যাচে  ব্রাজিল খেলবে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে। এদিকে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি নিজ মাঠে আতিথ্য দিবে স্পেনকে। পর্তুগাল নিজেদের ঝালাই করে নিবে মিসরের বিপক্ষে। মাঠে থাকছে ইংল্যান্ড, ফ্রান্সের মতো শিরোপার অন্যতম দাবিদার দলগুলো।

রাশিয়ায় ফুটবল বিশ্বকাপ শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতেই শুক্রবার ম্যানচেস্টার সিটির একাডেমি মাঠে খেলতে নামছে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ইতালি অবশ্য গত ছয় দশকে প্রথমবারের মতো বাছাইপর্ব থেকে বাদ পড়ে রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে। অন্যদিকে ১৯৫৮ সালের এই প্রথম বিশ্বকাপের আসরে নেই চারবারের চ্যাম্পিয়ন ইতালি। তাই আজকের ম্যাচটি আলাদাভাবে গুরুত্বপূর্ণ নয় আজ্জুরিদের জন্য। ইতালিয়ানদের বিপক্ষে সর্বশেষ দুই খেলায়ই জিতেছেন মেসিরা।

আরেক ম্যাচে ব্রাজিলের প্রাণভোমরা নেইমারকে ছাড়া বাংলাদেশ সময় শুক্রবার রাত ১০টায় মস্কোতে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে মাঠে নামতে হচ্ছে ব্রাজিলকে। পায়ের চোটের কারণে আপাতত দলে নেই পিএসজি এ তারকা। তাকে অপারেশনের পাঠানো হয়েছে পুনর্বাসনে। তবে বিশ্বকাপের আগে এ নিয়ে আরও তিনটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। নেইমার না থাকলেও আক্রমণে কমতি হবে না বলে মনে করেন কোচ তিতে। এমনটি ভাবতেই পারেন ব্রাজিল কোচ। কারণ প্রীতি ম্যাচে শেষ ২৭টি ম্যাচের ২৫টিতেই জয়ী ব্রাজিল।

এদিকে বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি নিজ মাঠে লড়বে ও সাবেক চ্যাম্পিয়ন স্পেনর বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই ফুটবল ভক্তদের চোখ থাকবে খেলাটির উপর।

রাতে সুইজারল্যান্ডে মুখোমুখি হবে পর্তুগাল-মিসর, প্যারিসে কোচ দিদিয়ের দেশমের ফ্রান্সের প্রতিপক্ষ কলম্বিয়া, ইংল্যান্ডে খেলবে রাশিয়ায় খেলার যোগ্যতা হারানো নেদারল্যান্ডসের বিপক্ষে।

আপনার মন্তব্য

আলোচিত