স্পোর্টস ডেস্ক

২৫ মার্চ, ২০১৮ ২২:৪৭

গেইলদের হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে আফগানিস্তান। ফাইনালে ৭ উইকেটে জিতেছে আফগানরা। বাছাইপর্বের চার ম্যাচের তিনটায় হেরে খাদের কিনারে চলে যাওয়া আফগানরা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় টুর্নামেন্টে।

রোববার ফাইনালে হারারে স্পোর্টস ক্লাব মাঠে ক্যারিবিয়ানদের ২০৪ রান তাড়া করে আফগানরা জিতেছে ৫৬ বল বাকি রেখেই।

ওপেনিংয়ে আবারও দলকে দারুণ শুরু এনে দিয়েছেন মোহাম্মদ শাহজাদ। টানা দুই ম্যাচে ম্যান অব দা ম্যাচ এই ওপেনার খেলেন ৮৪ রানের ইনিংস।

টস জিতে ব্যাটিংয়ে নামা ক্রিস গেইল ব্যর্থ আরও একবার। এভিন লুইস ঝড়ের ইঙ্গিত দিলেও থেমেছেন ২৭ রানে। শেই হোপ (২৩), শিমরন হেটমায়াররা (৩৮) আউট হয়েছেন থিতু হয়েও। এদিন দলকে উদ্ধার করতে পারেননি অধিনায়ক জেসন হোল্ডারও (০)।

সাতে নেমে রোভম্যান পাওয়লের ৪৪ রান খানিকটা এগিয়ে নেয় দলকে। নয়ে নামা অ্যাশলি নার্সের ২৬ রানে কোনো রকমে দলের রান ছাড়ায় দুইশ।

মুজিব-উর-রহমান অফ স্পিনে নেন ৪ উইকেট।

ওপেনার গুলবদন নাইব ফিরেছেন ১৪ রানে, তার পরও উদ্বোধনী জুটি ছিল ৫৮ রানের। শাহজাদের ব্যাটে যে ছিল ঝড়। দ্বিতীয় উইকেটে রহমত শাহর সঙ্গে শাহজাদ গড়েন ৯০ রানের জুটি। ম্যাচের ভাগ্যও তখন নিশ্চিত। ১১ চার ও ২ ছক্কায় শাহজাদ ফিরেছেন গেইলের বলে।

পরে ৫১ রান করা রহমতকেও ফেরান গেইল। তবে আফগানদের জিততে বেগ পেতে হয়নি একটুও। নবির ১২ বলে অপরাজিত ২৭ রান, শেষের ওই তিন ছক্কায় আরও একবার আফগানরা মেতে ওঠে উল্লাসে।

সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৪৬.৫ ওভারে ২০৪ (গেইল ১০, লুইস ২৭, শেই হোপ ২৩, স্যামুয়েলস ১৭, হেটমায়ার ৩৮, হোল্ডার ০, পাওয়েল ৪৪, ব্র্যাথএয়ট ১৪, নার্স ২৬*, পল ০, রোচ ০; দওলত ১/২৬, মুজিব ৪/৪৩, নাইব ২/২৮, নবি ০/৩৭, আশরাফ ১/২৬, রশিদ ১/৪২)।
আফগানিস্তান: ৪০.৪ ওভারে ২০৬/৩ (শাহজাদ ৮৪, নাইব ১৪, রহমত ৫১, শেনওয়ারি ২০*, নবি ২৭*; রোচ ০/২৪, হোল্ডার ০/৪৫, ব্র্যাথওয়েট ০/৩৭, পল ১/২৯, নার্স ০/৩১, গেইল ২/৩৮)।
ফল: আফগানিস্তান ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মোহাম্মদ শাহজাদ
ম্যান অব দা সিরিজ: সিকান্দার রাজা

আপনার মন্তব্য

আলোচিত