ক্রীড়া প্রতিবেদক

২৮ মার্চ, ২০১৮ ০২:৪৪

জেসুসের গোলে জার্মানিকে হারাল ব্রাজিল

বিশ্বকাপ প্রস্তুতির আন্তর্জাতিক ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়েছে ব্রাজিল।

মঙ্গলবার রাতে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ম্যাচ জেতে ১-০ গোলের ব্যবধানে।

ব্রাজিলের পক্ষে একমাত্র গোলটি করেছেন গাব্রিয়েল জেসুস।

ম্যাচের একাদশ মিনিটে ডি-বক্সে ঢুকে পড়েন ফিলিপে কৌতিনিয়ো, কিন্তু শট নিলেন না। বল এগিয়ে দিলেন পাওলিনিয়োর দিকে।

ম্যাচের ৩৬তম মিনিটে দারুণ এক আক্রমণে ডি-বক্সে ঢুকে বল উড়িয়ে মারেন গাব্রিয়েল জেসুস।

পরের মিনিটে আর ব্যর্থ হননি জেসুস। ডান দিক থেকে উইলিয়ানের ক্রসে জোরালো হেডে দলকে এগিয়ে দেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড। সোজাসুজি আসা বল কেভিন ট্রাপ ঠেকালেও রুখতে পারেননি।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে দারুণ পাসিং ফুটবলে সুযোগ তৈরি করেছিল ব্রাজিল। রক্ষণের বাধা এড়িয়ে কৌতিনিয়োর বাড়ানো বল পেয়ে শট নেন উইলিয়ান। কিন্তু গোলমুখে ঠেকিয়ে দেন ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। এরপর দারুণ পজিশনে থেকে লক্ষ্যভ্রষ্ট হেডে হতাশ করেন জেসুস।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ইউলিয়ান ড্রাক্সলারের দূরপাল্লার শট আলিসন ফিস্ট করে ফেরালে হার নিয়ে মাঠ ছাড়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।

ব্রাজিলের বিপক্ষে এই হারে টানা ২২ ম্যাচ অপরাজিত থাকায় ছেদ পড়লো জার্মানির। অপরদিকে শেষ তিন ম্যাচে জয়সহ এই নিয়ে মোট নয় ম্যাচ অপরাজিত রইলো সবকটি বিশ্বকাপ খেলা বিশ্বের একমাত্র দল ব্রাজিল।

আপনার মন্তব্য

আলোচিত