ক্রীড়া প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০১৯ ১৪:২৪

টসে জিতে ব্যাট করছে সিলেট

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের সিলেট পর্বের শুক্রবারের খেলায় মুখোমুখি হয়েছে সিলেট সিক্সার্স ও ঢাকা ডায়নামাইটস। ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। চলতি আসরে এই প্রথম টস জিতলেন ওয়ার্নার।

টস জিতে ব্যাট করতে নেমে সিলেট সিক্সার্স গত ম্যাচের মতো ওপেনিংয়ে পাঠায় লিটন দাস ও সাব্বির আহমেদকে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট ৫ ওভার খেলে ২ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৩৮ রান। সাকিব আল হাসানের বলে এলবিডব্লিও হয়ে আউট হয়ে যাওয়ার আগে লিটন করেন ২৭ রান।পরে সাব্বির ফিরেন ১১ রানে।

চলতি আসর খুব একটা ভালো যাচ্ছে না সিলেটের। পাঁচ ম্যাচের মধ্যে দুই জয় নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে তারা। অবশ্য সর্বশেষ ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে রেখেছে তারা। রান পেয়েছেন ডেভিড ওয়ার্নারও। যদিও ২১ জানুয়ারি অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন তিনি।

এদিকে সাকিব আল হাসানের নেতৃত্বে আসরটা দারুণ কাটাচ্ছে ঢাকা। পাঁচ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দল তারা। যাদিও শেষ ম্যাচে রাজশাহী কিংসের কাছে হেরে জয়-রথ থেমে যায় তাদের। তবে সব মিলিয়ে এবারের আসরে শিরোপার অন্যতম দাবীদার হিসেবে এরই মধ্যে নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলেছে ঢাকা।

আপনার মন্তব্য

আলোচিত