স্পোর্টস ডেস্ক

১২ মার্চ, ২০২০ ০৪:২০

পিএসজিকে কোয়ার্টার ফাইনালে তুললেন নেইমার

চ্যাম্পিয়ন্স লিগ

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের নৈপুণ্যে প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে হেরে যাওয়া পিএসজি নিজেদের মাঠে ঘুরে দাঁড়িয়েছে। শেষ ষোলোর ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে টমাস টুখেলের দল।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ২-০ গোলে জিতেছে পিএসজি। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের অগ্রগামিতায় সেরা আটে উঠেছে তারা। প্রথম লেগে ডর্টমুন্ডের মাঠে ২-১ গোলে হেরেছিল পিএসজি।

ম্যাচের ২৮তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। ডান দিক থেকে দি মারিয়ার কর্নারে ডাইভিং হেডে জাল খুঁজে নেন নেইমার।

প্রথম লেগে ডর্টমুন্ডের মাঠে হারের ঘাটতি পুষিয়ে সমতায় ফেরার সঙ্গে অ্যাওয়ে গোলের সুবাদে এগিয়েও যায় পিএসজি।

প্রথমার্ধের যোগ করা সময়ে পাবলো সারাবিয়া দূরের পোস্ট লক্ষ্য করে কিছুটা শট আবার কিছু ক্রস মতো করেছিলেন; লেফট ব্যাক হুয়ান বের্নাত আলতে টোকায় বল ঠিকানায় পৌঁছে পিএসজির কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেন।

আপনার মন্তব্য

আলোচিত