০৯ মে, ২০২০ ১৪:২২
অনুশীলনে নামার আগে নিয়মানুযায়ী করোনাভাইরাস টেস্ট হচ্ছে শীর্ষ দুই লিগের ক্লাবগুলোর খেলোয়াড়, কোচ ও স্টাফদের। তাতে রিয়াল মাদ্রিদের সব খেলোয়াড় উত্তীর্ণ হয়েছেন বলে একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইএসপিএন।
বিজ্ঞাপন
নিজেদের ট্রেনিং গ্রাউন্ড ভালদেবেবাসে বুধবার কভিড-১৯ টেস্ট হয় রিয়ালের খেলোয়াড়দের। তাতে প্রধান কোচ জিনেদিন জিদান, তার সহযোগী কোচ ও অন্যান্য স্টাফদেরও পরীক্ষা হয়। নেগেটিভ এসেছে সবার রিপোর্ট।
কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আগামী সোমবার ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করবে রিয়াল।
করোনা টেস্ট সম্পন্ন হয়েছে রিয়ালের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার খেলোয়াড়, কোচ ও স্টাফদেরও। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শুক্রবার থেকেই ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন শুরু করেছেন লিওনেল মেসিরা।
স্পেনের ক্রীড়া মন্ত্রণালয়ের বেধে দেওয়া প্রটোকল অনুযায়ী, পরিস্থিতি দুই সপ্তাহ পর্যালোচনাপূর্বক দ্বিতীয় ধাপে থাকবে ছোট ছোট গ্রুপে অনুশীলনের অনুশীলনের অনুমতি দেওয়া হবে ক্লাবগুলোকে।
পরিস্থিতি ভালোর দিকে থাকলে পরের দুই ধাপে থাকবে পুরো অনুশীলন ও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার নির্দেশনা।
আপনার মন্তব্য