
১০ মে, ২০২০ ০২:৪২
করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগ দ্রুতই মাঠে ফেরানোর দাবি জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।
শনিবার (৯ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংগঠনটির সভা অনুষ্ঠিত হয়। যেখানে সংগঠনের শীর্ষ কর্তারা ছাড়াও যোগ দেন বর্তমান খেলোয়াড়রা। সেখানেই খেলোয়াড়রা দ্রুত লিগ মাঠে গড়ানোর দাবি জানান।
ফলে লিগ মাঠে গড়ানোর ব্যাপারে কোয়াব দ্রুতই বিসিবি ও সিসিডিএমকে চিঠি দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। ঈদের পরই লিগ চান তারা।
মার্চে মাঠে গড়িয়েছিল প্রিমিয়ার লিগের আসর। তবে করোনার কারণে এক মৌসুম পরই তা স্থগিত হয়ে যায়। আপাতত অনির্দিষ্ট কালের জন্য স্থগিত আছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদার আসরটি।
বিজ্ঞাপন
কোয়াবের সভায় এদিন যুক্ত ছিলেন সংগঠনটির সভাপতি নাঈমুর রহমান দুর্জয়, সাধারণ সম্পাদক দেবব্রত পাল, সহ–সভাপতি খালেদ মাহমুদ সুজন। বিভিন্ন সময় তাদের সঙ্গে যোগ দেন দুই সাবেক অধিনায়ক- আকরাম খান ও হাবিবুল বাশার।
এ ছাড়া টেস্ট অধিনায়ক মুমিনুল হক, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, তুষার ইমরান, এনামুল হক জুনিয়র, জহিরুল ইসলাম অমি, শাহরিয়ার নাফীস ও নুরুল হাসান যুক্ত হয়েছিলেন আলোচনায়।
কোয়াব সাধারণ সম্পাদক দেবব্রত পাল সংবাদ মাধ্যমকে বলেন, ‘ক্রিকেটাররা খেলার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। তাদের চাওয়া ঈদের পর পর লিগের খেলা শুরু হোক। আমরা স্বাস্থ্য বিধি মেনে লিগের খেলা শুরু করতে বিসিবি এবং সিসিডিএমকে অনুরোধ জানাব।’
আপনার মন্তব্য