১৫ জুন, ২০২০ ২৩:৩০
মৌলভীবাজারের কমলগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা কমলগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মো. জাকারিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছেন।
সোমবার (১৫ জুন) বিকেলে দেওড়াছড়া চা বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। জাকারিয়া কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজার মমশেদ মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
মৌলভীবাজার জেলার মাদকদ্রব্যের পরিদর্শক ইমদাদ উল্ল্যার নেতৃত্বে কমলগঞ্জ উপজেলার দেওড়াছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ২০ পিছ ইয়াবাসহ জাকারিয়াকে আটক করা হয়।
তিনি অরও জানান, তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানা ও কমলগঞ্জ থানায় মাদকের ৫ টি মামলা রয়েছে।
আপনার মন্তব্য