নিজস্ব প্রতিবেদক

২১ জুন, ২০২০ ১৭:৫৬

করোনার উপসর্গ নিয়ে দক্ষিণ সুরমা উপজেলা আ. লীগের সভাপতি হাসপাতালে

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সিলেটের দক্ষিণ সুরমা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলমকে।

রোববার (২১ জুন) দুপুরে তাকে নগরীর সিলেটের মাউন্ড এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।

এ তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ডা. রকিবুল হাসান জুয়েল বলেন, সাইফুল আলম কিছুদিন ধরে জ্বরসহ করোনার উপসর্গে ভূগছেন। করোনা পরীক্ষার জন্য গত রোববার দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা সংগ্রহ করা হয়। তবে এখনও রিপোর্ট আসেনি। এ অবস্থায় আজ শারীরিক অবস্থা অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত