সিলেটটুডে ডেস্ক

২৮ অক্টোবর, ২০১৫ ১৫:০০

নগরীতে মানববন্ধনে আন্ত:ক্যাডার বৈষম্য দূরীকরণের দাবি

৮ম জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল, ইউ.এন.ও কে উপজেলায় দেওয়া একক কর্তৃত্ব বাতিল, আন্ত:ক্যাডার বৈষম্য দূরীকরণ সহ কৃত্য পেশা ভিত্তিক প্রশাসন গড়ার দাবীতে বুধবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকৃচি- বিসিএস, নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের কর্মকর্তারা মানববন্ধন করেন।

সিলেট বি.এম.এ - এর সভাপতি অধ্যাপক ডা.রোকন উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন মানববন্ধনে বক্তারা অবিলম্বে ৮ম বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল, উপজেলায় ইউএনও কে দেওয়া একক কর্তৃত্ব বাতিল, আন্ত:ক্যাডার বৈষম্য দূরীকরণ ও কৃত্য পেশাভিত্তিক প্রশাসন গড়তে সরকারের প্রতি আবেদন জানান।


উদ্যান তত্ত্ববিদ মোঃ আব্দুল আওয়াল ও সহকারী অধ্যাপক শাহ শহীদুল ইসলামের সঞ্চালনায় মানব বন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তৃতা দেন  ডাঃ আজিজুর রহমান রুমান, স্বাচিপ, ডাঃ হিমাংশু লাল রায়, ডেপুটি সিভিল সার্জন, মোঃ ফখরুল আলম, পরিচালক, বাংলাদেশ বেতার,সিলেট, মোঃ সালাউদ্দিন, ডিডি. ডিএই,  কাজী মুজিবুর রহমান, ইউএও ডিএই,  আবাহন মজুমদার, ইউএও, ডিএই,  ড. মাহমুদুল হাসান, উপাধ্যক্ষ, সিলেট আলিয়া মাদ্রাসা,  ড. মোঃ আনোয়ার হোসেন, অধ্যাপক সিকৃবি,  ডাঃ শফিউল আহাদ সরকার, এডি, ডি এল এস,  ইসলাম উদ্দিন, সহযোগী অধ্যাপক, এমসি কলেজ,  অধ্যাপক মানিক কুমার সাহা, সিলেট মহিলা কলেজ,  ডাঃ মোঃ হাবিবুর রহমান, সিভিল সার্জন সিলেট,  সুভাস চন্দ্র ঘোষ, বিএডিসি,  মোঃ আসাদুজ্জামান, সমাজ সেবা,  এ কে এম জিল্লুর রহমান, প্রকৌশলী, গণপূর্ত,  শেখ মনিরুল ইসলাম, প্রকৌশলী সওজ,  আব্দুল মোস্তাকিম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর,  পুলিন চন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর,  আমিন আজম খান, যুব উন্নয়ন অধিদপ্তর ও  চৌধুরী, মামুন আকবর, উপাধ্যক্ষ, টিটিসি।

আপনার মন্তব্য

আলোচিত