বড়লেখা প্রতিনিধি

২৮ অক্টোবর, ২০১৫ ১৬:৩৬

বড়লেখায় বেতন বৈষম্য নিরসন ও মর্যাদা সমুন্নত রাখার দাবিতে মানববন্ধন

মৌলভীবাজারের বড়লেখায় সারাদেশের মত উপজেলা পরিষদে হস্তান্তরিত ১৬টি দপ্তরের (প্রশাসন ব্যতীত) কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন। ৮ম জাতীয় বেতন স্কেলে বেতন বৈষম্য নিরসন ও মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে ৬ দফা দাবী আদায়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

উপজেলা পরিষদ চত্ত্বর এলাকায় দুপুর ১২টা থেকে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা আশরাফুল আলম খান, কৃষি কর্মকর্তা কুতুব উদ্দিন, ডা: সঞ্জয় সিংহ, ডা: আজরিন চৌধুরী, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকারসহ ১৬টি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও অংশ নেন।

আপনার মন্তব্য

আলোচিত