বড়লেখা প্রতিনিধি

০৮ ডিসেম্বর, ২০২০ ২২:৫৩

বড়লেখায় করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কানোনগোবাজারে সচেতনতামূলক প্রচারণা চালানোর পাশাপাশি ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস।

অন্যদের মধ্যে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি আইনজীবী জিল্লুর রহমান ও উপজলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব ছালেহ আহমদ জুয়েল, ইউনিয়ন যুবলীগের সভাপতি আপ্তার আলী আক্তদির, সাধারণ সম্পাদক সঞ্জয় দাস, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক অজিত দাস, সাংগঠনিক সম্পাদক আব্দুর কাইয়ুম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইকবাল হাসান পলক, আইনবিষক সম্পাদক ইন্দ্রজিত দাস, সহ-সম্পাদক আবু তাহের কাসেম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিপু লাল দাস প্রমুখ।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম চৌধুরী ও সাধারণ সম্পাদক অজিত কান্তি দাস বলেন, 'করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে হলে সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পাশাপাশি মাস্ক পরতে হবে। তবেই আমরা করোনার সংক্রমণ ঠেকাতে পারবো।'

আপনার মন্তব্য

আলোচিত