জুড়ী প্রতিনিধি

০৯ ডিসেম্বর, ২০২০ ০০:০৪

জুড়ী উপজেলা ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সরকার মাস্ক পরা বাধ্যতামূলক করে ঘোষণা দিয়েছে ‘নো মাস্ক নো সার্ভিস’। সরকারি অফিস হোক বা বেসরকারি অফিস হোক মাস্ক ছাড়া কেউ ঢুকতে পারবে না।

এ কারণে সকল স্তরের মানুষকে মাস্ক সুবিধা দেওয়ার জন্য ‘নো মাস্ক নো সার্ভিস" ঘোষণার সাথে একাত্মতা করে মাস্ক বিতরণ করেছে জুড়ী উপজেলা ফাউন্ডেশন।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে জুড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, ৫ নম্বর জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, এশিয়ান টিভির রিপোর্টার সায়েম জাফর ইমামী, সাংবাদিক সাইফুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, জুড়ী উপজেলা ফাউন্ডেশনের সভাপতি কামরুল হোসেন পলাশ, সহ-সভাপতি কুতুব উদ্দিন জসিম, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ শাহিন, ফয়সাল আহমেদ, সাইফুর রহমান, হাশেম, আব্দুল্লাহ আল মাহি, শাওন প্রমুখ।

এ সময় পথচারীদের মাঝে মাস্ক বিতরণের পাশাপাশি উপজেলার বিভিন্ন অফিসে 'নো মাস্ক, নো সার্ভিস' স্টিকার লাগানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত