চুনারুঘাট প্রতিনিধি

০৯ ডিসেম্বর, ২০২০ ২২:২৮

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যায় নির্বাহী হাকিম ও চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি)মিল্টন চন্দ্র পাল এ কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ছায়েদ মিয়া (৫০)। তিনি আহম্মদাবাদ ইউপির বনগাঁও গ্রামের মৃত তরাবত উল্লাহ’র ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ১০ নম্বর মিরাশী ইউপির নালমুখ বাজারে খোয়াই নদীতে ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন ছায়েদ মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে বালু উত্তোলনের সময় তাকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি দল সহায়তা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী হাকিম ও চুনারুঘাটের সহকারী কমিশনার(ভূমি)মিল্টন চন্দ্র পাল বলেন, ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ছায়েদ মিয়াকে এ দণ্ড দেওয়া হয়।’

আপনার মন্তব্য

আলোচিত