বড়লেখা প্রতিনিধি

০৯ ডিসেম্বর, ২০২০ ২৩:০৪

বড়লেখায় স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

মৌলভীবাজারের বড়লেখায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা হয়েছে।

বুধবার (০৯ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রীর কার্যালয় এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সাংবাদিকসহ ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

এতে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল-ইমরান রুহুল ইসলাম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার, বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা।

কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও উন্নয়ন, পতিত জমি আবাদের আওতায় নিয়ে আসা, শতকরা ৪০ ভাগ যুবককে কারিগরি প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে কারিগিরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, মাতৃমৃত্যুর হার কমিয়ে আনাসহ ৫টি বিষয়ের ওপর গুরুত্বারোপ করে অভিমত ব্যক্ত করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীদের ৫টি গ্রুপের অভিমত উপস্থাপন করেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, বড়লেখা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবল সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ফয়জুল ইসলাম, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত