জুড়ী প্রতিনিধি

১১ ডিসেম্বর, ২০২০ ০০:১৪

জুড়ীতে আসক ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ

মৌলভীবাজারের জুড়ীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন জুড়ী উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন, আলোচনা সভা ও সার্জিক্যাল ফেইস মাস্ক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় জুড়ী কিরণ স্কয়ারের সামনে সংগঠনের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মর্তুজ আলী মর্তুজার সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মাছুম রেজা।

প্রধান অতিথি হিসেবে ছিলেন জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী।

বিশেষ অতিথি ছিলেন দিশারী সমাজকল্যাণ সংস্থার সভাপতি যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুরী খুশী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কামাল উদ্দিন, জুড়ী টাউন ক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশীদ সাজু, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মন্জুরে আলম লাল, সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শেখরুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মাহবুব আলম জলিল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমেদ, শাহীন আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন সমূহের প্রধানদের কাছে ১০০ পিস মাস্ক করে মোট প্রায় ৫০০০ হাজার মাস্ক বিতরন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত