বড়লেখা প্রতিনিধি

১১ ডিসেম্বর, ২০২০ ২১:২০

বড়লেখায় শ্রেষ্ঠ ৫ জয়িতাকে সংবর্ধনা

মৌলভীবাজারের বড়লেখায় ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বড়লেখা উপজেলা প্রশাসন এই সংবর্ধনার আয়োজন করে। পাঁচ ক্যাটাগরিতে তাদের নির্বাচিত করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা। মৃগেন ভাদুড়ীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন ও নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সাংবাদিক আব্দুর রব, জয়ীতা সখিনা বেগম ও পূর্নিমা রানী দাস।

স্বাগত বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামছুন নাহার।

সফল নারীরা হলেন অর্থনৈতিক ক্ষেত্রে সখিনা বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে পূর্নিমা রানী দাস, সফল জননীর ক্ষেত্রে জুবেলী রানী দে, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা আয়শা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদার রাখা নারী শ্রীমতি বাউরি। আলোচনা সভা শেষে অতিথিরা তাদের হাতে ক্রেস্ট তুলে দেন।

আপনার মন্তব্য

আলোচিত