চুনারুঘাট প্রতিনিধি

১১ ডিসেম্বর, ২০২০ ২২:০৪

চুনারুঘাটে পদক্ষেপ গণপাঠাগারের একযুগ পূর্তি উৎসব

‘আনন্দে, সম্মানে, সাফল্যে, নির্ভরতায়, অবদানে’- স্লোগান নিয়ে শুক্রবার (১১ ডিসেম্বর) চুনারুঘাট পদক্ষেপ গণপাঠাগারের একযুগ পূর্তি উদ্‌যাপন করা হয়েছে।

সকালে সাইকেল শোডাউনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শহরে বর্ণাঢ্য র‍্যালী হয়। সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এতে সভাপতিত্ব করেন পদক্ষেপ গণপাঠাগারের সভাপতি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মোস্তফা মোরশেদ।

অর্থ সম্পাদক এস এম মিজানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জাহানারা খাতুন, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন ইকবাল, সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, উপজেলা আ'লীগের সহ-সভাপতি সৈয়দ মোতাব্বির আলী, সাবেক ছাত্র নেতা ও সমাজকর্মী মুক্তাদির কৃষাণ চৌধুরী, চুনারুঘাট সাহিত্য সংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল, চুনারুঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন লিটন, অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল, পদক্ষেপ গণপাঠাগারের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জুয়েল, ওয়াদুদ খাঁন মাস্টার, প্রভাষক মাজহারুল ইসলাম রুবেল, হুমায়ুন কবির চৌধুরী, কবি পরিষদের সভাপতি তাহের খাঁন প্রমুখ। 

প্রসঙ্গত, ২০০৮ সালে আত্মপ্রকাশের পর থেকে সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজে বিশেষ অবদান রেখে যাচ্ছে নারুঘাট পদক্ষেপ গণপাঠাগার। এছাড়া গণপাঠাগারের পরিবার সদস্যদের মৃত্যুতে তাদের আত্মার শাস্তি কামানা ও শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত