নিজস্ব প্রতিবেদক

১২ ডিসেম্বর, ২০২০ ১২:৫১

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ সিলেটের সরকারি কর্মকর্তাদের

‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই স্লোগানকে ধারণ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরও অবমাননার প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগ ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা।

শনিবার (১২ ডিসেম্বর) সকালে নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধু দেশকালের বেড়াজাল পেড়িয়ে বিশ্বজনীন মুক্তির প্রতীক। তার সম্মান রক্ষার দায়িত্ব ধর্ম বর্ণ নির্বিশেষে পুরো জাতির। যারা, বিভ্রান্ত হয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধুর অবমাননা করছে; তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অস্বীকার করছে।’

তারা আরও বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পূর্তির প্রাক্কালে উগ্রতা ও মৌলবাদের এমন অন্যায় আস্ফালন মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। যারা জাতির পিতার সম্মানহানির সাথে জড়িত তাদের সামাজিকভাবে প্রতিরোধের আহ্বান জানান বক্তারা।’

এ ধরণের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের হোতাদের সম্মিলিতভাবে প্রতিহতের প্রতিজ্ঞা করেন কর্মকর্তারা।

আপনার মন্তব্য

আলোচিত