তাহিরপুর প্রতিনিধি

১২ ডিসেম্বর, ২০২০ ১৪:৩১

বঙ্গবন্ধুর মর্যাদা অক্ষুণ্ণ রাখার দাবিতে তাহিরপুরে প্রতিবাদ সভা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ও জাতির জনকের মর্যাদা অক্ষুণ্ণ রাখর দাবিতে প্রতিবাদ সভা করেছে।

শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই সভাটি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সঙ্গে বাংলাদেশের পরিচয়ের ঐতিহাসিক বন্ধন। জাতির পিতার সম্মানের অবমাননাকারীরা কখনো বাংলাদেশের মঙ্গল চায় না। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোটি কোটি মানুষ তা মেনে নিবেন না। যতদিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ থাকবে তত দিন জাতির জনকের অবদান চিরঅম্লান হয়ে থাকবে। কোন ভাবেই জাতির জনকের কোন ধরনের অবমাননা সহ্য করা হবে না।

এ সময় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দোলা, উপজেলা নির্বাহী প্রকৌশলী ইকবাল কবির, তাহিরপুর উপজেলা পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা রমাকান্ত, খাদ্য গুদাম কর্মকর্তা মফিজুল ইসলাম, স্বাস্থ্য সহকারী দিবাকর সরকার নান্টু, রজব আলীসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।   

আপনার মন্তব্য

আলোচিত