মাধবপুর প্রতিনিধি

১৩ ডিসেম্বর, ২০২০ ১৯:২৬

মাধবপুরে স্কুলছাত্রী ‘অপহরণ’ নিয়ে সংঘর্ষ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৯ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণকে কেন্দ্র করার ঘটনায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৮ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে রোববার মাধবপুর থানায় অপহৃতা স্কুল ছাত্রীর পিতা একটি মামলা করেছেন। ছাত্রীর পিতা রফিক মিয়ার অভিযোগ গত ৭ ডিসেম্বর উপজেলার মাল্লা গ্রামে ৯ম শ্রেণির স্কুল ছাত্রীকে একই গ্রামের সানু মিয়া নামে এক যুবক অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনাকে কেন্দ্র করে গত ১২ ডিসেম্বর শুক্রবার উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে উভয়পক্ষের  পরিবারের পক্ষে তারা মিয়া (৫৫), খসরু মিয়া (৩৫), রাসেদ মিয়া (৪০), ইউনুস মিয়া (৫৫), রফিক মিয়া (৩৭), মরম আলী (৪৫), আলম মিয়া (২৫), মালু মিয়া (৩০) শাহআলম মিয়া (৩১) আহত হন। অভিযুক্ত সানু মিয়ার পিতা বরকত আলী বলেন, প্রেম ঘটিত কারণে তারা স্বেচ্ছায় পালিয়ে গেছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় মাধবপুর থানায় একটি মামলা হয়েছে। তদন্ত কর্মকর্তাকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত