সুনামগঞ্জ প্রতিনিধি

০১ নভেম্বর, ২০১৫ ১৮:৫৯

জামিন ছাড়া মুক্তি: সুনামগঞ্জের ডেপুটি জেলার ও কারারক্ষী বরখাস্ত

সুনামগঞ্জে তিন আসামিকে আদলতের আদেশ ছাড়া মুক্তি দেয়ায় সুনামগঞ্জের ডেপুটি জেলার ও দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে জেল কর্তৃপক্ষ। ডেপুটি জেলার আব্দুস সোবহানকে কারা অধিদপ্তর এবং কাররক্ষী শামসুজ্জামান ও জিয়া উদ্দিনকে রোববার দুপুর আড়াইটায় সুনামগঞ্জের জেল সুপার সাময়িক বরখাস্ত করেন।

সুনামগঞ্জ জেলা কারাগার সূত্রে জানা যায়, গত মাসের ২৮ তারিখে ছাতক উপজেলার বাত্তিরকান্দি গ্রামের পাপলু, রুমেন ও তারেক নামের তিন জন আসামিকে জামিনের আদেশ ছাড়াই কারাগার থেকে মুক্তি দেয় কর্তৃপক্ষ। বিষয়টি জানাজানি হলে অনেক গুলো জামিনের কপির ভেতরে হাজিরা নামা থাকায় এমন ভুল হয়েছে বলে জানায় কারা কর্তৃপক্ষ। পরে পুলিশের সহযোগিতায় তিন আসামির মধ্যে দুইজনকে গ্রেফতার করে। একজন এখনো পলাতক রয়েছে।

সুনামগঞ্জ কারাগারের জেল সুপার আজিজুল হক জানান, দায়িত্বে অবহেলা জনিত কারণে তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত