নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ, ২০২১ ১৫:৩৫

টিকা নিয়েও মারা গেলেন সাংসদ কয়েস

মাত্র একমাস আগে করোনার টিকা নিয়েছিলেন। অথচ একমাস পরই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামা চৌধুরী কয়েস।

করোনার টিকার দুটি ডোজ নেওয়ার পর প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। দেশে এখন প্রথম ডোজ প্রদান কার্যক্রম চলছে। প্রথম ডোজ নেওয়ার  পরই মারা গেলেন এক সাংসদ।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বৃহস্পতিবার দুপুরের দিকে তার মৃত্যু হয়। হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মাহমুদ উস সামাদ চৌধুরী বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে ৮ মার্চ ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। পরে করোনা পরীক্ষায় কোভিড ১৯ সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। এরপর তাকে প্রথমে কোভিড কেবিন ও পরে আইসিইউতে স্থানান্তর করা হয়।

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ১০ ফেব্রুয়ারি করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী জুলহাস আহমেদ।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় তারা এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

আপনার মন্তব্য

আলোচিত