জগন্নাথপুর প্রতিনিধি

১৩ মার্চ, ২০২১ ০১:০৭

জগন্নাথপুরে নদীর অপরিকল্পিত খনন বন্ধের দাবি

নলজুর নদী

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মাসিক সাধারণ সভায় নলজুর নদী অপরিকল্পিতভাবে খনন করায় ক্ষোভ প্রকাশ করে পরিকল্পিতভাবে নদী খননের দাবি জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এতে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার উদ্ধৃতি দিয়ে জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন জানান, আমরা সভায় অপরিকল্পিত নদী খনন বন্ধ করে পরিকল্পিত নদী খনন করতে বলেছি।

সভায় জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, ‘নলজুর নদী অপরিকল্পিত খননে আমরা ক্ষোভ প্রকাশ করে পরিকল্পিতভাবে নদী খননের দাবি জানিয়েছি। নলজুর নদীতে নতুন নকশা অনুযায়ী ২২০ ফুট প্রস্ত রয়েছে। কিন্তু নকশা অনুযায়ী খনন না করায় নদী খালে পরিণত হচ্ছে। দখলদারদের উচ্ছেদ না করে এভাবে নদী খনন করলে নদী আরও দখল হবে ‘

পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী হাসান গাজী বলেন, ‘পাউবোর ডিজাইন ও প্রাক্কলন অনুযায়ী নলজুর নদী খনন কাজ চলছে। তিনি বলেন ৫ কোটি টাকা ব্যায়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশন টেক সাড়ে ৫ কিলোমিটার নদী খনন করবে।’

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘উপজেলা পরিষদের সভায় জনপ্রতিনিধিরা নলজুর নদী খনন নিয়ে আলোচনা করে দাবি জানিয়েছেন নদীটি নতুন নকশা অনুযায়ী খনন করতে। আমি এ বিষয়ে পদক্ষেপ নিতে জেলা নদী রক্ষা কমিটিতে লিখিত আবেদন করব।’

জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ‘সরকারি টাকার অপচয় রোধ করতে অপরিকল্পিত নদী খননের বিষয়টি আমরা জোরালো ভাবে দেখে পরিকল্পিত নদী খননের দাবি জানিয়েছি।’

আপনার মন্তব্য

আলোচিত