ছাতক প্রতিনিধি:

০৮ আগস্ট, ২০২২ ২৩:৩৩

ছাতকে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন

ছাতকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে জন্মবার্ষিকীর আলোচনা সভা, উপজেলার ১০ জন প্রশিক্ষিত দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও অসহায় ১২ জন নারীর মধ্যে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে নগদ অর্থ ও সেলাই মেশিন প্রদান করা হয়।

সোমবার (৮ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবীবের পরিচালনায় বঙ্গমাতা ফজিলাতুন নেছার কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন- সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসলাম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সিমা রানী বিশ্বাস, সমাজ সেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফা, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, থানার এসআই আরিফ হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস, তথ্য আপা সাবিহা মোস্তাফিজ, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার স্বপ্না বেগম প্রমুখ।

সভায় দোয়া পাঠ করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল হক।

আপনার মন্তব্য

আলোচিত