জুড়ী প্রতিনিধি

১৩ আগস্ট, ২০২২ ২১:৫৭

চা শ্রমিকের মিছিলে মিছিলে উত্তাল জুড়ী

তিনশ টাকা মজুরীর দাবীতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, কেন্দ্রীয় ঘোষিত ৫ দিনের কর্মবিরতী শেষে শনিবার দুপুরে মৌলভীবাজারের জুড়ীতে মানববন্ধন, আলোচনা সভা, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে চা শ্রমিকবৃন্দ।

সকাল থেকে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, জুড়ী ভ্যালীর ৩৬টি চা বাগানের হাজার হাজার শ্রমিক মিছিল সহকারে বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বরে সমবেত হতে থাকে। বেলা ২টায় শুরু হয় মানববন্ধন ও আলোচনা সভা।

জুড়ী ভ্যালীর সভাপতি কমল বুনার্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রতন কুমার পালের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, আওয়ামী লীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শেখরুল ইসলামসহ বিভিন্ন চা বাগান পঞ্চায়েতের সভাপতি/সম্পাদক বক্তব্য রাখেন। পরে শ্রমিকগণ উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন।


আপনার মন্তব্য

আলোচিত