নিজস্ব প্রতিবেদক

০৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:১৬

সিলেটে র‍্যাবের অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার

সিলেটে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সিলেট নগরীর মিরাবাজার আগপাড়া এলাকার একটি বাসা থেকে এগুলো উদ্ধার করা হয়।

বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।

র‍্যাব-৯ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি সিলেট মহানগরীর কোনো থানা বা ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র। এ সময় ৭ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং কিছু টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে রাজীব নামের এক যুবক এই বাসায় অস্ত্রটি লুকিয়ে রাখে। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ফলে তাকে আটক করা সম্ভব হয়নি।

এবিষয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল বলেন, রাজীব নগরীর যতরপুর এলাকার আলী মিয়ার ছেলে। উদ্ধার হওয়া অস্ত্রটির ব্যাপারে যাচাই-বাছাইসহ কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত