০৭ সেপ্টেম্বর, ২০২৪ ২৩:১১
গরুকে গোসল করাতে গিয়ে পানির স্রোতে ভেসে রাজন মিয়া (২২) নামের যুবক নিখোঁজ হয়েছেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিখোঁজ রাজন মিয়া কুবাজপুর (আহমাদাবাদ) গ্রামের আফরোজ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রানীগঞ্জ-কুবাজপুর সড়কের শংকরখালী (গপাইখালী) ভাঙা নামক স্থানে গরুকে গোসল করানোর জন্য পানিতে নামেন রাজন মিয়া। এ সময় স্রোতে ভেসে যান তিনি।
প্রত্যক্ষদর্শী সুজন মিয়া বলেন, সেখানে আমরা চার জন ছিলাম। রাজন গরুকে গোসল করাতে পানিতে নামার পর হঠাৎ চিৎকার দিয়ে ডুবে যেতে লাগে। তখন আমাদের সঙ্গে থাকা খলিল মিয়া নৌকা দিয়ে রাজনকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু মুহূর্তের মধ্যেই সে পানিতে তলিয়ে যায় এবং খলিল মিয়া অজ্ঞান হয়ে পড়েন। পরে খলিলকে হাসপাতালে পাঠানো হয়।
রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য (স্থানীয় মেম্বার) মিলাদ আহমদ বলেন, খবর পেয়ে থানা পুলিশসহ সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধারের চেষ্টা করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, তিন ঘণ্টা ধরে ডুবুরি দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করেও নিখোঁজ ওই যুবককে পাওয়া যায়নি।
আপনার মন্তব্য