০৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০৯
জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে বাংলাদেশের অভ্যন্তর থেকে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, জৈন্তাপুর আওয়ামী লীগের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমদকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) আওতাধীন জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ি এলাকার বাইরাখেল বিওপির ১২৯২ পিলার সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে তাকে আটক করা হয়।
এসময় তার কাছে পাওয়া তিনটি পাসপোর্ট, নগদ টাকা, ভারতীয় রুপি, ডলার, ঔষধসহ বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের হুমকি, জমি দখল, পাথর কোয়ারি থেকে চাঁদাবাজি, নাশকতা ও ভোট কেন্দ্র দখলের অভিযোগ রয়েছে বলে জানা যায়। আটকের পর বিক্ষুব্ধ জনতা চড়াও হয় এবং বিগত দিনের অনিয়ম দুর্নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে কামাল আহমদকে অকাট্য ভাষায় গালাগাল করতে থাকে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আটক কামাল আহমদ প্রথমে বিজিবির হেফাজতে থাকলেও পরবর্তীতে সেনাবাহিনীর মাধ্যমে জৈন্তাপুর মডেল থানায় সোপর্দ করা হয় বলে নিশ্চিত করেছেন ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটেলিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল মো. আসাদুন্নবী পিএসসি।
আপনার মন্তব্য