১৭ সেপ্টেম্বর, ২০২৪ ০২:৫৮
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরের আটপাড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভা, শিন্নী বিতরণী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক এইচ এম আজমলের সভাপতিত্বে ও শিক্ষক ঈমান উদ্দিনের পরিচালনায় আলোচনা সভা, শিন্নী বিতরণী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও শাখা এক্সিম ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. তালিমুল ইসলাম, আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো. ফয়জুল হক ও নজরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কলকলিয়া বাজার জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আসাদ উদ্দিন, শিক্ষক শাহীন আহমদ, শিক্ষক মাওলানা কবির হোসেন, শিক্ষার্থী আকলিমা বেগম, মাছুমা আক্তার নাফছি, মারিয়া আক্তার ও সাদিয়া বেগম প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী সৌরিন আক্তার ও সামছিয়া বেগম।
গজল পরিবেশন করেন জেসমিন বেগম,ফাহিবা বেগম রিমা, মারিয়া আক্তার, শাফিউল ইসলাম, মায়াজ হোসেন মাহিন ও রোজিনা আক্তার।
আপনার মন্তব্য