নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:২৩

সিলেটে ২ লাখ টাকার ভারতীয় বিড়িসহ নৌকা জব্দ

সিলেটের কোম্পানীগঞ্জে ভারতীয় শেখ নাসির বিড়িসহ একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেছে পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৬ নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের বর্ণী (বর্ণীনদী) গ্রামে অভিযান চালিয়ে ১০ কার্টনে ২ লাখ ১০ হাজার টাকার নাসির বিড়ি ও একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ নৌকা জব্দ করা হয়। এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্তরা হলেন উপজেলার গৌখাল গ্রামের মৃত আব্দুর গফুরের ছেলে রহমান আলী (৪৫), পুটামারা গ্রামের মৃত্যু রাসিদ আলীর ছেলে গনু মিয়া ওরফে গনি মেম্বার (৪০), ইসলামপুর গ্রামের আব্দুল গফুর 'র ছেলে আলীম (৩৫), দক্ষিণ বুড়দেও গ্রামের উসমান আলীর ছেলে ইয়াকুব (৪০)। এছাড়াও অজ্ঞাত আরও ২/৩ জন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বদিউজ্জামান জব্দের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত