নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:৫৪

দীপকজ্যোতি পালের মৃত্যুতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেটের শোক

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেটের প্রতিষ্ঠাকালীন সদস্য ও দক্ষিণ সুরমার প্রবীণ মুরব্বী শ্রী দীপকজ্যোতি পালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছে সংগঠনটি।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব তার পরলোক গমনে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর-রাত ৪টায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীপকজ্যোতি পাল। আজ বেলা ১১টায় সিলেটের চালিবন্দরস্থ মহাশ্মশানে তার দাহ কার্য সম্পন্ন হয়েছে।

দীপকজ্যোতি পাল শিবু দীর্ঘদিন ধরে কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত